বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর ‘মাইনাস-টু’ আলোচনার সমালোচনা করে এর জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বলেন, ‘এরশাদ পারেনি, ওয়ান ইলেভেন সরকারও পারেনি। এখন তো বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
আমির খসরু বলেন, কেউ যদি মনে-মনে মাইনাস-টুর কথা বলে, এটা তাদের মনগড়া, এটা তাদের সমস্যা। বিএনপি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, তা হলো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান।
শুক্রবার রাজধানীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, এখন এসব মনগড়া কথার (মাইনাস-টু) কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।
গণতন্ত্র প্রতিষ্ঠার সর্বপ্রথম সংস্কার নির্বাচন এমন দাবি করে খসরু বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে গণতন্ত্র উত্তরণের এবং সংস্কারের প্রথম কাজ।
বিএনপির এই নেতা বলেন, আমরা শুধু কিছুদিন আগের আন্দোলনের কথা বলি। কিন্তু আন্দোলন একদিনে হয়নি- গত ১৫-১৬ বছরের ত্যাগ, এই সময়ে কত মানুষ ত্যাগ স্বীকার করেছেন সেটা ভুলে যাই।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা।
ইএইচ