দেশের মানুষকে ভালো রাখার জন্য যা করার দরকার আমরা তাই করব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বলেন, আমরা জনবিচ্ছিন্ন হতে চাই না। আমরা জনগণের পাশে থেকেই সমাজ ও রাষ্ট্রের ভালো ভালো কাজ করতে চাই।
স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুক্রবার বিকাল ৫টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় ও ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ।
অভি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় দেশের মানুষ ভালো ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্নশ্রেণির মানুষ তাদের সংসার চালাতে হিমশিম খেয়েছে। আমরা ফ্যাসিস্টের পুনরাবৃত্তি চাই না। দেশের জনগণকে ভালো রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যসামগ্রী সহনীয় পর্যায়ে রাখতে আমরা সর্বদা চেষ্টা করব। সেই সাথে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে।
আরও বক্তব্য দেন- ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, শাকিল আহমেদ, রুবেল খান, শাহিনুর রহমান শাহিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই থানা কৃষকদল নেতা আমজাদ হোসেন, সাইদুর রহমান জনি, রাশেদ মিয়া, এনামুল রাজু, ছাত্রদল নেতা শায়েখ ইসলাম, মবিন, রিজভী, রিফাত, ফয়সাল ও নাহিদসহ আরও অনেকে।
ইএইচ