গণঅধিকার পরিষদের সভাপতি (জিওপি) ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পুলিশ এবং প্রশাসনে কোন রাজনৈতিক দলীয়করণ চলবে না। পুলিশ প্রশাসন চলবে দক্ষতা এবং পেশাদারিত্বের ভিত্তিতে। আর জনগণের প্রতি কমিটেড থেকে তারা কাজ করবে।
২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নীলফামারীর জলঢাকায় উপজেলা গণঅধিকার পরিষদ, যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শনিবার বিকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখমাত্র ফারুক হাসান, সহ-প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হানিফ খান সজীব, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও গণঅধিকার পরিষদ নেতা মাসুদ রানা মোন্নাফ, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরনবি প্রমুখ।
ইএইচ