জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন উপস্থিত থেকে ঢাবি ছাত্রদলের সহযোগিতায় নিমগাছের চারা রোপণ করেন।

এ সময় ঢাবি কর্মচারী মধ্যে মো. মতিয়ার রহমান খান, মো. কামাল হোসেন খন্দকার, বাবুল মোল্লা, মো. মারুফ হোসেন, আব্দুল হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক তানিম আকন্দ, ছাত্রদলের সদস্য সোহাইল সৌমিক, রাকিব, মেহেদি হাসান প্রমুখ।

ইএইচ