ডা. শফিকুর রহমান

আবু সাঈদের ঋণ জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:১২ এএম
আবু সাঈদের ঋণ জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী যে কয়েকটি বাঘ ছিল, তার মধ্যে আবু সাঈদ অন্যতম। আবু সাঈদ মরে ১৮ কোটি মানুষকে জীবন দিয়ে গিয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশের জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও তাজহাট থানা আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আবু সাঈদের ঋণ এই জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আবু সাঈদের মতো শহীদরা আসমানের জ্বলে ওঠা তারা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হবে না।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকরী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

ইএইচ