জামায়াত আমির

প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:০৫ পিএম
প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,‍‍ আবু সাঈদরা স্লোগান দিয়েছিলেন ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরাও ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা উচিত।‍‍

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের ‍‍‘আবু সাঈদ চত্বরে‍‍’ এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‍‍‘মক্কার জনগণ তাকে বহু কষ্ট দিয়েছে, এমনকি তাকে হত্যা করারও পরিকল্পনা করেছিল। তিনি মদিনায় হিজরত করেছিলেন, কিন্তু মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেন। তবে তিনি ১০-১২ জন ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের জন্য ক্ষমার কোনো সুযোগ নেই। তাদের শাস্তি মৃত্যুদণ্ড।‍‍’

রাজনীতিবিদদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‍‍‘যারা রাজনীতি করেন, তাদের প্রতি আমার অনুরোধ—শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। আহত ও পঙ্গু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল হন। সমাজবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকুন। চাঁদাবাজি, দখলবাজি, জুলুম, মামলা বাণিজ্য এবং ঘুষ থেকে নিজেদের দূরে রাখুন।‍‍’  

তিনি আরও বলেন, ‍‍`যদি এসব অন্যায়-অত্যাচার বন্ধ না হয়, আমরা শহীদের রক্তের শপথ নিয়ে বলছি—এই সমাজ থেকে সমস্ত অনৈতিকতা দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। সমাজ পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম থামবে না।‍‍`  

দেশের জনগণের মধ্যে বিভক্তি চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‍‍‘এই জাতিকে খণ্ড-বিখণ্ড অবস্থায় দেখতে চাই না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। সবাইকে একে অপরকে সহযোগিতা করতে হবে।‍‍’

পথসভায় তাজহাট থানা জামায়াতের আমির রবিউল ইসলাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

বিআরইউ