ডা. শফিকুর রহমান

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন উন্নয়ন হবে না

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৫৫ পিএম
প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন উন্নয়ন হবে না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি শিক্ত হয়ে আপনাদের ভালোবাসা, দেশবাসী মেহেরবানি করেন, আর যদি এ দেশের খেদমতের দায়িত্ব দেন তাহলে ইনশাআল্লাহ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনগুলো বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাল্লাহ।

শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে জুলুমভাবে অত্যাচার করেছে, জমি দখল করেছেন, ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার হবে।

তিনি বলেন, এদেশের আলেম ওলামারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ। সাংবাদিক, সাধারণ মানুষ কাউকে আওয়ামী ছাড় দেয়নি। জুলুম হয়েছে ১৮ কোটি মানুষের ওপর। জুলুমের অভিশাপ তাদের গায়ে আরোপিত হয়েছে। রান্না করা খাবারটা খেয়ে যেতে পারেননি। ক্ষমতার শেষদিন পর্যন্ত তারা মানুষ খুন করে ক্ষমতা থাকতে চেয়েছিল। ১৫ বছর ধরে যে তাণ্ডব চালিয়েছে ক্ষমতার শেষ দিনও এসে তারা তাই করেছে।

জামায়াতের আমির বলেন, আপনারা রংপুরবাসী গর্বিত। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে গিয়ে একটা মানুষ শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে যার লেখা হয়েছে তার নাম আবু সাঈদ। সে আমাদের বিপ্লবের আইকন, প্রতীক, আমাদের নেতা, আমাদের সিপাহসালার আমাদের বীর সেনাপতি। তার রাস্তা ধরে যারা জীবন দিয়েছে মহান আল্লাহ তায়ালা তাদেরকে শহিদ হিসেবে কবুল করুন।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমির আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহী, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

ইএইচ