স্বাস্থ্যখাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ১ নম্বর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার স্বাস্থ্য সংস্কার কমিশন অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন, সহ- পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নার্সিং বিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন।
আরএস