তরুণ নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:৪৯ পিএম
তরুণ নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

তরুণ নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করেছে।

নতুন দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

দলে সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন, যিনি আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার সন্ধ্যা ছয়টার পর নতুন রাজনৈতিক দল এবং এর আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দলীয় বিভিন্ন পদে নাম ঘোষণা করেন আখতার হোসেন। তিনি জানান, নতুন দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, যুগ্ম সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাত দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে কারা থাকবেন, সেই তালিকা পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

এ অনুষ্ঠানটি শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়, এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনমন্ত্রিত নেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলগুলোর নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা জড়ো হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলন থেকে দুটি সংগঠন, ‘জাতীয় নাগরিক কমিটি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দল "জাতীয় নাগরিক পার্টি", যা আজকের অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল।

ইএইচ