সুলতান সালাউদ্দিন টুকু

এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:৫২ পিএম
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। তাই বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাও টিকতে পারবে না। বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক।’

শুক্রবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ। খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা বিএনপির নেতা-কর্মী, ছাত্র এবং আলেমদের হত্যা করেছে, তাদের বাংলার মাটিতে জায়গা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টু এই এলাকার জনগণকে আমার হাতে রেখে স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় জেলে গিয়েছিলেন। আমি নেতা-কর্মীদের সংগঠিত রাখার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না। তবে আজ এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ এলাকার দায়িত্ব বড় ভাইয়ের হাতে তুলে দিলাম।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

ইএইচ