তারেক রহমান

স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে গণতন্ত্র এখনো ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১২:০৮ এএম
স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে গণতন্ত্র এখনো ঝুঁকিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিলেও গণতন্ত্র এখনো পুরোপুরি নিরাপদ নয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সংখ্যালঘুদের ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে কেউ যাতে স্বার্থসিদ্ধি করতে না পারে, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকার গঠন না হচ্ছে, ততদিন গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।”

তিনি দাবি করেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার সনাতন ধর্মাবলম্বীদের যেভাবে ব্যবহার করেছে, তা যদি তারা সত্যিই উপলব্ধি করে থাকেন, তাহলে ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিগত সরকার বিভক্তির রাজনীতি করেছে। এখন দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”