নিরপেক্ষতা প্রশ্নে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি নুরের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:২৩ পিএম
নিরপেক্ষতা প্রশ্নে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি নুরের

বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দুই উপদেষ্টাসহ (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) সরকারে প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শনিবার রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নুর বলেন, "ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও নতুন বাংলাদেশের রূপরেখা তৈরির প্রত্যাশা থাকলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। ফলে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে।"

তিনি আরও বলেন, "সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন ইতোমধ্যে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে স্বাগত জানায়, তবে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্রনেতাদের প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তাই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাকি দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা উচিত।"

নুরের মতে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনীতির আশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, "গত ছয় মাসে দেখা গেছে, আন্দোলনকেন্দ্রিক পরিচিত ছাত্রনেতারা তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।"

তিনি অভিযোগ করেন, "নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রশাসনের চাপ প্রয়োগ, পরিবহন মালিকদের বাধ্য করে গাড়ি সরবরাহ করানোর মতো ঘটনা ঘটেছে, যা সম্পূর্ণ অনৈতিক।"

নুর বলেন, "জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা সংগঠনের দ্বারা সংগঠিত হয়নি। এটি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী সিদ্ধান্ত ও ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই মুক্তিযুদ্ধের ‘আওয়ামী চেতনার বয়ান’-এর মতো এখানে কোনো বিকৃত ও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা যাবে না।"

ইএইচ