আমির খসরু

নির্বাচন যত দেরি হবে, দেশের পরিস্থিতি তত খারাপ হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:৩৫ পিএম
নির্বাচন যত দেরি হবে, দেশের পরিস্থিতি তত খারাপ হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

বলেন, "গণতান্ত্রিক সরকার ছাড়া একেকটা দিন অতিবাহিত হচ্ছে, যা দেশের অস্থিতিশীলতা বৃদ্ধি করছে এবং জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।"

আমির খসরু আরও বলেন, "জাতীয় নির্বাচন কখন হবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর।"

এ সময় নবগঠিত রাজনৈতিক দল নিয়েও মন্তব্য করেন তিনি, বলেন, "এই দলগুলোর যে কোনও কার্যক্রম সফল করতে হলে তাদের জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে।"

বিএনপির এই নেতা আরও বলেন, "গণতান্ত্রিক পরিবেশ যত দ্রুত ফিরে আসবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।"

ইএইচ