‘গণপরিষদ ও সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যের সম্ভাবনা নেই’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:১৭ এএম
‘গণপরিষদ ও সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যের সম্ভাবনা নেই’

একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের আয়োজিত ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া সম্ভব।

এই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমাদের রাজনীতিতে নতুন আসা বন্ধুরা একটি প্রস্তাব দিয়েছেন। কিন্তু রাজনীতির নিজস্ব ভাষা ও বিধান রয়েছে, সেখানে একইসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন আয়োজনের কোনো উল্লেখ নেই।"

তিনি আরও বলেন, "গণপরিষদ শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য নির্ধারিত একটি ফোরাম, যেখানে জাতীয় সংসদের রয়েছে সংবিধান সংশোধনের পূর্ণ এখতিয়ার। কাজেই গণপরিষদ ও সংসদ নির্বাচনের যৌথ আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত নয়।"

তিনি সাফ জানিয়ে দেন, "এ বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না। জাতীয় সংসদ নির্বাচনই আমাদের প্রধান অগ্রাধিকার।"

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত আবদুল কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

ইএইচ