জুলাই গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয়। দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের বিপদ এখনো কাটেনি। গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
ইফতারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
আরএস