তারেক রহমান

ক্ষমতায় গেলে বিএনপি জুলাই-আগস্ট গণহত্যার বিচার করবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৩৯ পিএম
ক্ষমতায় গেলে বিএনপি জুলাই-আগস্ট গণহত্যার বিচার করবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও অন্যান্য নির্যাতন সহ সকল হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করবে।

রোববার রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে ‘বিএনপি আমার পরিবার’-এর উদ্যোগে গুম-খুন-হত্যা-নির্যাতনে নিহত পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, "যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোন অন্যায় সংঘটিত না হয়। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে এবং অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত হবে।"

তারেক রহমান বলেন, "বিএনপি যদি ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে এবং ১৯৭৫ সালের জুলাই-আগস্টে যারা নির্যাতিত হয়েছেন, তাদের বিচার অবশ্যই করা হবে।"

তিনি আরও বলেন, "আমরা ঐক্যবদ্ধ হলে এই অন্যায়ের বিচার সম্ভব। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে সকল দল একযোগে এ বিষয়ে সম্মত হবে।"

প্রতিটি নির্যাতিত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, "আপনারা হতাশ হবেন না, আমরা সকল ঐক্য ও চেষ্টা দিয়ে এই অন্যায়ের বিচার করব।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ