পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় ও ইসলাহুল মুসলিমীন পরিষদের ব্যবস্থাপনায় ময়মনসিংহে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ)ময়মনসিংহ জেলা সদর ও নগরীর দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে বিতরণ করেন সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন। তিনি বলেন, “ঈদ হলো আনন্দ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে উপহার বিতরণে অংশগ্রহণ করেন। মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
বিআরইউ