বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "যেকোনো মূল্যে পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের বিচারের মুখোমুখি করে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।"
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক।"
তিনি আরও বলেন, "দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের জনগণ এবার ভয়হীন ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশে ঈদ উদযাপন করছে। তাই এবারের ঈদ আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।"
তবে এই আনন্দের মাঝেও অনেক পরিবার শোকাহত উল্লেখ করে তারেক রহমান বলেন, "ফ্যাসিবাদের গুম, খুন, নির্যাতনে সন্তান ও স্বজনহারা লাখো পরিবার আজও শোকে নিমজ্জিত। শুধু জুলাই-আগস্টেই স্বৈরাচারের পতনের শেষ দিনগুলোতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০ হাজারেরও বেশি।"
তিনি বলেন, "ঈদের আনন্দ উৎসব মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—‘সকলের তরে সকলে আমরা’। এই শিক্ষা অনুসরণ করে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।"
তারেক রহমান আরও বলেন, "যারা জনগণের ঈদ আনন্দকে ধ্বংস করেছে, মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদের ছিনিয়ে নিয়েছে, যারা অসংখ্য পরিবারকে পিতৃহারা-মাতৃহারা করেছে—তাদের বিচার করতেই হবে। এবারের ঈদে আমাদের অঙ্গীকার হোক, দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা।"
তিনি ঈদুল ফিতরের দিনে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন।
ইএইচ