জামায়াত আমির

ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০২:৪৭ পিএম
ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য মৌলিক সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন প্রয়োজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেক কষ্টে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দৃশ্যমান এবং গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। যদি তা না হয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এবং আমরা সেই নির্বাচন চাই না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে হত্যার বিচার নিশ্চিত করা উচিত, এবং রাজনৈতিক দলগুলোকে সম্মানের পরিবেশ তৈরি করতে হবে।’

তিনি রাজনৈতিক দলগুলোকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘জিতে গেলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু—এই মানসিকতা পরিহার করতে হবে।’

এ সময় তিনি প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমার প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘যে সময়ের কথা বলা হয়েছে, তা গ্রহণযোগ্য। তবে, সময়সীমা যেন পেরিয়ে না যায়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’

এদিকে, গতকাল বুধবার বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকে বসেছিল। সেখানে দলটি জাতীয় নির্বাচনের সময়-তারিখ বা সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আলোচনা করে, তবে বৈঠকের পর বিএনপি জানায়, তারা নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা থেকে সন্তুষ্ট নয়।

এ সংবাদটি পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্বাচনের সময় এবং মৌলিক সংস্কারের বিষয়টি সামনে নিয়ে আসে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক।

বিআরইউ