ঐকমত্য কমিশনে নাহিদ ইসলাম

ক্ষমতার উৎস হবে জনগণ, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০১:২৩ পিএম
ক্ষমতার উৎস হবে জনগণ, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা শুধু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করিনি, আমাদের লক্ষ্য একটি নতুন রাষ্ট্রব্যবস্থা—যেখানে ক্ষমতার উৎস হবে জনগণ, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নয়।’

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘৯০-এর গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী আন্দোলনগুলো অনেক সময়ই কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি। যার সুযোগ নিয়েই দেশে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবারের জুলাই গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য আমাদের সকলের ঐক্য প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই অভ্যুত্থান ছিল কেবল একজন শাসকের পতনের জন্য নয়, বরং ছিল একটি গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা। আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো চাই, যেখানে সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাহী ক্ষমতা ও নির্বাচনী প্রক্রিয়ায় ভারসাম্য থাকবে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।’

সংলাপে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার-রূপরেখার অধিকাংশ অংশে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আংশিক ভিন্নমত রয়েছে, সেখানে আমরা বিকল্প সুপারিশ দিয়েছি। আমাদের লক্ষ্য—জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, আরেকটি স্বৈরশাসনের পথ রোধ করতে হলে এখনই একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামোর ভিত্তি তৈরি করতে হবে। তরুণ প্রজন্মের শক্তিকে কেন্দ্র করে আমরা সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত।’

সংলাপে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমীন, নাহিদা সারোয়ার নিভা, জাবেদ রাসিন এবং সারোয়ার তুষার।

বিআরইউ