মির্জা ফখরুল

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০১:৫৭ পিএম
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ—ভারত, আমেরিকা বা চীন নয়।

শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ইএইচ