বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতির রাজনীতি চাই না, চাই নীতিনিষ্ঠ নেতৃত্ব। অতীতে আমাদের মন্ত্রীরা কেউ দুর্নীতিতে জড়াননি, ভবিষ্যতেও জনগণের আস্থার প্রতিদান দিতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীতে আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উপস্থিতিতে জামায়াত আমীর বলেন, ‘এই দেশ একটি ফুলের বাগান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই এ বাগানের বিভিন্ন ফুল। আমরা চাই, সব ধর্মের মানুষ এখানে শান্তিতে ও নিরাপদে বসবাস করুক।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে ইসলাম থাকবে প্রধান ধর্ম হিসেবে, কিন্তু অন্য ধর্মের অনুসারীরাও পাবেন পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা।’
সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের এক নেতা বলেন, ‘আমার ঘর আক্রান্ত হলে জামায়াতের নেতারাই আগে ছুটে এসেছেন। তাঁরা আমাদের পাশে থেকেছেন, তাই তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংখ্যালঘুদের ৮ দফা দাবিসহ ন্যায্য সব দাবি পূরণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। দলটির আমীর বলেন, ‘আমরা চাই, দেশের সব নাগরিক—ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে—সমান অধিকার ভোগ করুক। সেই পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও জানান, জামায়াতের ব্যানারে ভবিষ্যতে যেকোনো ধর্মের মানুষ নির্বাচন করতে পারবেন।রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমধর্মী এ ধরনের উদ্যোগ নতুন আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিআরইউ