ডা. শফিকুর রহমান

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে গ্রহণযোগ্যতা পরীক্ষা করুন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৩:১২ পিএম
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে গ্রহণযোগ্যতা পরীক্ষা করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “নতুন ফ্যাসিবাদের জন্ম না দিয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

শুক্রবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারী সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ডা. শফিক বলেন, “এই কমিশনের কিছু সুপারিশ ইসলামের সাথে সাংঘর্ষিক, যা ঈমান ও কোরআন-সুন্নাহর পরিপন্থী। যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি নারীর প্রতিনিধিত্ব করেন না।”

তিনি আরও বলেন, “আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাই, দেশে ফিরে এসে যেন এই কমিশনের কার্যক্রম দ্রুত বাতিল করেন। যদি এরকম কোনো কমিশন গঠিত হয়, তবে সেখানে সব শ্রেণি-পেশার, মতাদর্শের এবং ঈমানদার নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করুক। এতে জনগণের উপকার হবে এবং একই সঙ্গে কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ মিলবে।”

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ