টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে গাজীপুর জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হয়।
শূরায়ী নেজাম অনুসারীদের ব্যবস্থাপনায় ছয় দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান জানান, সরকারের দেওয়া তিনটি শর্ত পূরণ করে ইজতেমা আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন বলেন, বিশ্ব ইজতেমা পরিচালনার জন্য তিন সদস্যের কমিটির পক্ষ থেকে তারা ময়দান বুঝে নিয়েছেন। যথাযথ প্রক্রিয়া মেনে সাদ অনুসারীদের কাছে ময়দান হস্তান্তর করা হবে বলে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানসহ আয়োজক কমিটি মুরব্বিরা।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া কথা রয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যেখানে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা অংশগ্রহণ করবেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদ অনুসারীদের মাঠ বুঝিয়ে দেবে প্রশাসন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।
ইএইচ