ধর্ম উপদেষ্টা

শিশু-কিশোররাই আগামী দিনের জাতির কর্ণধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৩২ পিএম
শিশু-কিশোররাই আগামী দিনের জাতির কর্ণধার
ছবি: রাজু আহমেদ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চা ও বিকাশে বর্তমান সরকার বহুমাত্রিক প্রকল্প হাতে নিয়েছে। সে লক্ষ্যে সারাদেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। এ দেশে বিগত সময়ে ইসলামী সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। ধর্মকে কেন্দ্র করে একটি রাষ্ট্রে কোনো প্রকার বৈষম্য চলতে দেওয়া যাবে না।

বলেছেন, আজকের এই শিশু-কিশোররাই আগামী দিনের জাতির কর্ণধার। তারাই দেশকে নেতৃত্ব দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনের তরুণরা এ দেশের চেহারা বদলে দেবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

স্বাগত বক্তব্য দেন- সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের ক্বিরাত, হামদ-নাত, আজান, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামী জ্ঞান ও রচনা প্রতিযোগিতা এই সাতটি বিষয়ের প্রতিযোগিতায় দুটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী মিলিয়ে মোট ৬২ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া ২ জন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়।

ইএইচ