আবারও সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৭:৫২ পিএম
আবারও সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির অনুমতি দিয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি চিঠি দেয় গ্রামীণফোনকে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার।

এ বিষয়ে বিটিআরসি’র একজন কর্মকর্তা বলেন, গ্রামীণফোনকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন বিশ্বাস করে, সেবার মান সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া একটি অনুপযুক্ত ব্যবস্থা। তবুও ছয় মাস আগে নিষেধাজ্ঞা জারির পর থেকে আমরা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক আলোচনা করে এসেছি।’

গ্রামীণফোনের সিইও বলেন, ‘আমরা বারবার বলেছি, এই পদক্ষেপ গ্রাহককে তাদের পছন্দের স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায়।’

কেএস