মেসেঞ্জারে পাঠানো বার্তাও এডিট করা যাবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:৫০ পিএম
মেসেঞ্জারে পাঠানো বার্তাও এডিট করা যাবে

মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর এডিট করা যাবে। সম্প্রতি মেটা চালু করেছে ফেসবুক মেসেঞ্জারে পাঠানো ক্ষুদেবার্তা এডিট করার বহু কাক্সিক্ষত এক সুবিধা। নতুন এই আপডেট আসার ফলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর এডিট করা যাবে। আনসেন্ড করার আর প্রয়োজন থাকে না।

মেসেঞ্জারের কোনো ‍‍`সেন্ট‍‍` বা পাঠানো মেসেজ এডিট করতে হলে সেন্ড করা বার্তার ওপর চাপ দিতে হবে। এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনো এই ফিচারটি অ্যাড করা হয়নি। অপশনগুলোর ভেতর  (মোর)-এ ক্লিক করে সেখান থেকে (এডিট)-এ ক্লিক করতে হবে। শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সুবিধা। ১৫ মিনিটের বেশি হয়ে গেলে আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন মেসেজ পাঠাতে হবে।

এ বিষয়ে মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা এডিট করা মেসেজ ‍‍`রিপোর্ট‍‍` করতে পারবেন। অর্থাৎ কোনো নেতিবাচক মেসেজ পাঠিয়ে পরে সেটা এডিট করলেও তা রিপোর্টযোগ্য এবং মেটা কর্তৃপক্ষ এডিট হওয়ার আগের মেসেজও দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

এইচআর