বিটিআরসির চেয়ারম্যানের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ১২:৩৯ এএম
বিটিআরসির চেয়ারম্যানের নিয়োগ বাতিল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. মহিউদ্দিন আহমেদ। সরকার তাকে দেড় বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছিল। তবে, এ সময় শেষের আগেই তার চুক্তি বাতিল করা হয়।

ইএইচ