জাতীয় জাদুঘরে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:২২ পিএম
জাতীয় জাদুঘরে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ‘বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুব কায়সার।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি।

ইএইচ