নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশে লিভগার্ডের সহযোগিতায় আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস নিয়ে এসেছে ঢাকা পাওয়ার ট্রেডার্স।
সম্প্রতি কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে ‘লিভগার্ড ২.০ প্রোডাক্ট লঞ্চ’ ইভেন্টে আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্স পণ্যটির ঘোষণা দেওয়া হয়, যা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লিভগার্ড বাংলাদেশের বাজারে সেরা স্কয়ার ওয়েভ প্রযুক্তির আইট্রন আইপিএস নিয়ে এসেছে, যা বিশেষভাবে বাংলাদেশের বাজারের জন্য ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিপিটি চিফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক, তান্ধান গ্রুপ উপদেষ্টা অরিজিৎ মুখার্জি, ডিপটির প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ রায় চৌধুরী এবং মুরাদ হোসেন, লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল, ভাইস প্রেসিডেন্ট শায়ান দেব মুখার্জি এবং লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুশবু শেঠি।
আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্সের পণ্যগুলি বাংলাদেশী পরিবার এবং ব্যবসার বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে, যা বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন শক্তি ব্যাকআপ নিশ্চিত করবে, জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডিপিটির চীফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক বলেন, “লিভগার্ডের সাথে আমাদের যাত্রায় আমরা নিরলসভাবে ইনোভেশন ও কোয়ালিটির উপর জোর দিচ্ছি। নতুন আইপিএসগুলো এনার্জি সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত পাওয়ার ব্যাকআপের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখবে বলে আশা করি।”
লিভগার্ডের সোলার অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল আরও বলেন, “বাংলাদেশ লিভগার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, এবং ডিপিটির সাথে আগামী দিনে আরও নতুন প্রযুক্তির পাওয়ার সলিউশন নিয়ে আসতে চাই।”
ঢাকা পাওয়ার ট্রেডার্স (ডিপিটি) বাংলাদেশের জ্বালানি খাতে একটি শীর্ষস্থানীয় নাম, যা গ্রাহকদের কাছে বিশ্বমানের পাওয়ার সলিউশনের জন্য পরিচিত। বাংলাদেশী পরিবার এবং ব্যবসার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের পাওয়ার ব্যাকআপ সমাধান প্রদান করে।
লিভগার্ড আন্তর্জাতিক বাজারে পাওয়ার সলিউশনের টেকসই সমাধানের জন্য সুপরিচিত। উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি গভীর প্রতিশ্রুতি নিয়ে লিভগার্ড বিশ্বব্যাপী দক্ষ, টেকসই এবং স্মার্ট শক্তি পণ্য সরবরাহের জন্য ধারাবাহিকভাবে সীমানা অতিক্রম করে চলেছে।
ইএইচ