সাফে বাংলাদেশ দল সিনিয়রদের ব্যর্থতার থাকলেও যুবারা মাঝে মধ্যে সাফল্য আনছে। ভারতের ভুবনেশ্বরে সোমবার (২৫ জুলাই) শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা মিশন নিয়ে নামছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়েই শুরু হবে লাল-সবুজের জার্সিধারীদের সাফ মিশন। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বপ্ন দেখা লাল-সবুজের দলটি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়।
পাঁচ দেশের সাফ চ্যাম্পিয়নশিপটি হবে লিগ ভিত্তিক। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনালে। সেটাতে চোখ থাকলেও আপাতত শ্রীলঙ্কার ম্যাচ নিয়েই ভাবছেন কোচ পল স্মলি।
রোববার অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাফুফের এ টেকনিক্যাল ডিরেক্টর বলেন, 'সবার মনোযোগ ম্যাচের দিকে। দলের প্রস্তুতি ভালো।
তবে ম্যাচটি সহজ হবে না। আমরা ভালো খেলার জন্য মাঠে নামব।' ডিফেন্ডার ও অধিনায়ক তানভীর হোসেনের কণ্ঠেও ভালো খেলার প্রত্যয়, 'শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাই।'
বাংলাদেশের অধিনায়ক তানভীর হোসেনও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে বদ্ধপরিকর, ‘আমরা সবাই ফিট রয়েছি। দলে কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাই।’
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দলেরও লক্ষ্য ফাইনাল। দলটির কোচ রাজামানি দেভাসাগায়াম দেশের সামগ্রিক পরিস্থিতি খারাপ হলেও ফুটবল প্রস্তুতিতে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতি খারাপ নয়। দেশের সংকটে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না। আশা করছি আমরা ভালো ফল উপহার দিতে পারব।’
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল: মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ, শান্ত কুমার রায়, তানভীর হোসেন, ইমরান খান, আশিকুর রহমান, স্যামযয়ল রাকসাম, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আজিজুল হক অনন্ত, সিরাজুল ইসলাম রানা, সুজল ত্রিপুরা, নাজমুল হুদা ফয়সাল, আক্কাস আলী, মজিবর রহমান জনি, মইনুল ইসলাম মঈন, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাহিয়ান, মুর্শেদ আলী, রফিকুল ইসলাম, সাজেদ হাসান জুম্মন, পিয়াস আহমেদ নোভা ও মিরাজ ইসলাম।
আমারসংবাদ/টিএইচ