ভারতের ওপেনার রোহিত শর্মাকে হটিয়ে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিউইদের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলার পথে শীর্ষস্থানে বসেন তিনি। ম্যাচটি অবশ্য হেরে গেছে নিউজিল্যান্ড।
কদিন আগেও রোহিতকে টপকে গিয়েছিলেন গাপটিল। তবে উইন্ডিজের বিপক্ষে দারুণ খেলে ফের শীর্ষে উঠে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের মোট রান এখন ৩৪৯৭।
এই রান করতে গাপটিলের লেগেছে ১১৭ ইনিংস। ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান নিয়ে রোহিত শর্মা এখন দুই নম্বরে। ৯১ ম্যাচে ৩৩০৮ রান করেছেন ভারতের আরেক তারকা বিরাট কোহলি।
একনজরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকগণ
১) মার্টিন গাপ্টিল ৩৪৯৭
২) রোহিত শর্মা ৩৪৮৭
৩) বিরাট কোহলি ৩৩০৮
৪) পল স্টার্লিং ২৯৭৫
৫) অ্যারন ফিঞ্চ ২৮৫৫
৬) বাবর আজম ২৬৮৬
৭) ডেভিড ওয়ার্নার ২৬৮৪
আমারসংবাদ/টিএইচ