এশিয়া কাপ সুপার ফোর

ফের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ১২:৪৯ পিএম
ফের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই তাই দেখা যায় কালেভদ্রে।

এক একটি ম্যাচের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় ক্রিকেটভক্তদের। তবে এবার যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে যাচ্ছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান।

এশিয়া কাপের ম্যাচে রোববার (০৪ সেপ্টেম্বর) আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। দুদলই নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। 

ভারত ৪০ রানে জিতলেও হংকংকে ৩৮ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান জিতেছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে ভারতের। হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না জাদেজার। তার জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

এদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার রাতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

 

টিএইচ