টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় ১৬ অধিনায়কের মিলনমেলা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ১২:৫৩ পিএম
অস্ট্রেলিয়ায় ১৬ অধিনায়কের মিলনমেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে আগামী রোববার (১৬ অক্টোবর) থেকে। অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৬ দলের ৪৫ ম্যাচের এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া।

আইসিসি আগেই জানিয়েছিল, বিশ্বকাপ শুরুর আগের দিন এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠিত হবে। যেখানে ১৬ দলের অধিনায়করা উপস্থিত থেকে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এ উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) মেলবোর্নের প্লাজা বলরুমে দেখা হয়ে গেল ১৬ অধিনায়কের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

অনুষ্ঠানে এক চমকপ্রদ তথ্যই দিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলের কেউই অস্ট্রেলিয়ায় কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। এমনকি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবেরও নেই সেই অভিজ্ঞতা। 

সাকিব বলেন, ‘আমি মনে করি, দুর্দান্ত একটা দল পেয়েছি। বেশিরভাগ খেলোয়াড়ই নতুন, তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমিসহ দলের সবাই প্রথমবারের মতো অস্টেলিয়ায় টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে।  এটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। ’

দলের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে ছিলাম। দুটি ভালো দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি।  তাই আমরা জানি, আমাদের কী করতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের ভালো খেলতে হবে। ’

টিএইচ