আমরা জানি আমাদের সেরাটাই বিশ্বসেরা: মিচেল মার্শ

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৩:৩৮ পিএম
আমরা জানি আমাদের সেরাটাই বিশ্বসেরা: মিচেল মার্শ

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকেই ভাবা হচ্ছিলো ফেভারিট, অথচ প্রথম ম্যাচ হেরে এখন উল্টো ব্যাকফুটে অস্ট্রেলিয়া। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে অ্যারন ফিঞ্চের দল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় পার্থ স্টেডিয়ামে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে হারলেও আজ লঙ্কানদের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা ঘুড়ে দাঁড়াবে বলেই জানিয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে মার্শ বলেন, ‘আমরা বেশ আত্মবিশ্বাসী, একবার ছন্দ ফিরে পেলে আমাদের থামানো কঠিন হবে। এটি ঠিক যে ওই রাতে আমাদের শুরুটা ভালো হয়নি। তবে আমরা নিজেদের প্রতি আস্থাশীল। আমরা জানি আমাদের সেরাটাই বিশ্বসেরা। এটিকে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যবহার করতে চাই।

নিজেদের ভাগ্য ঘুরাতে গত ম্যাচের একাদশের উপরই আস্থা রাখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া বলেও জানিয়েছেন মার্শ। অজি এই অলরাউন্ডার আরও বলেন, ‘এই টুর্নামেন্টের চরিত্রই হচ্ছে একটি ম্যাচে হেরে গেলে দেয়ালে পিঠ ঠেকে যায়। আশা করি সামনের ম্যাচে (শ্রীলঙ্কা) আমরা ভালো খেলবো, এরপর ইংল্যান্ডের মোকাবেলা করবো।’

আজকের ম্যাচের উইকেট পেস সহায়ক হবে বলে জানিয়ে পার্থের ঘরের সন্তান মার্শ জানান, ‘স্পিন নির্ভরশীল শ্রীলঙ্কার বিপক্ষে আজ আমরাই এগিইয়ে থাকবে। আমরা এই কন্ডিশনকে বেশ ভালোভাবেই জানি। এই স্টেডিয়ামটিও অন্যগুলোর তুলনায় আমাদের জন্য বেশী মানানসই।’

এবি