মাঠে নামার আগে পোল্যান্ড-আর্জেন্টিনার পরিসংখ্যান

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০১:০৮ পিএম
মাঠে নামার আগে পোল্যান্ড-আর্জেন্টিনার পরিসংখ্যান

কাতার বিশ্বকাপে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করলেও এখনও নকআউট পর্ব নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে পোল্যান্ডের বিপক্ষে আজ (৩০ নভেম্বর) মাঠে নামবে মেসিরা। স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত ইতিহাস হিসাব করলে পোল্যান্ডের চেয়ে সবদিক দিয়েই এগিয়ে আর্জেন্টিনা। তবে, ফুটবল বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আর তাই জিততে হলে আজ আর্জেন্টিনাকে নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে।

দুই দলের পরিসংখ্যান :

* চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পোল্যান্ড। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়লাভ করে ২-০ গোলে।

* বৈশ্বিক আসরে ইউরোপের দলগুলোর বিপক্ষে সবশেষ দুই সাক্ষাতেই হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ এবং ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারে আর্জেন্টিনা।

* আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনারও, তবে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

* এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে ৬ ম্যাচে জয় আর্জেন্টিনার, পোলিশরা জিতেছে ৩টি। বাকি দুটি ড্র।

* সবশেষ ২০১১ সালে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে ২-১ গোলে হারে তারা।  বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড। আগের দুই দেখায় একটি করে জয় দুই দলের।

এবি