কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৫:০৪ পিএম
কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী

কাতার বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী। পুরুষদের ফিফা বিশ্বকাপে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচ ইতিহাসের অংশ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জার্মানি-কোস্টারিকা ম্যাচে প্রথমবারের মত রেফারিং টিমে থাকছেন তিন নারী রেফারি। তারা হলেন স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজ।

গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করছিলেন তিনি।

এবার বিশ্বকাপে জার্মানি-কোস্টারিকা ম্যাচে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সী ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা।

এসএম