চলছে কাতার বিশ্বকাপ। আর মাত্র কয়েকদিন পরই জানা যাবে কে হতে যাচ্ছে এবারের বিশ্বচ্যাম্পিয়ন। সেমিফাইনাল পর্ব শুরুর আগে অনেক ফুটবলারই নিজের ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে এগিয়ে রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে। বিশ্বকাপের অন্যতম মূল আকর্ষণ ধরা হয় এই গোল্ডেন বুটকে। সেমিতে মাঠে নামার আগে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে চলুন জেনে নেয়া যাক-
কিলিয়ান এমবাপ্পে : গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন পর্যন্ত তালিকায় সবার থেকে এগিয়ে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করেছেন তিনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ গোল করার পর ডেনমার্কের বিরুদ্ধে জোড়া গোলের দেখা পান এমবাপ্পে। এরপর পোল্যান্ডের বিপক্ষেও জোড়া গোলের দেখা পান তিনি। যদিও কোয়ার্টার ফাইনালে গোলের দেখা পাননি তিনি, তবে গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন তিনি।
লিওনেল মেসি : এমবাপ্পের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার গোল করেছেন তিনি। সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে গোল করেছিলেন মেসি। মেক্সিকোর বিপক্ষেও গোলের দেখা পান তিনি। নকআউট পর্বের শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেছেন এই তারকা ফুটবলার। সেমিফাইনালে জ্বলে উঠতে পারলে এবং দলকে ফাইনালে তুলতে পারলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা বেড়ে যাবে মেসির।
অলিভিয়ের জিরু : এমবাপ্পে, মেসির পর গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন ফ্রান্সের অলিভিয়ের জিরু। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছিলেন তিনি। পোল্যান্ডের বিপক্ষেও গোলের দেখা পান জিরু। এছাড়া কোয়ার্টার ফাইনালে জিহুর হেডেই ইংল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারও সুযোগ রয়েছে গোল্ডেন বুট জেতার।
এছাড়া জুলিয়ান আলভারেস, আন্দ্রে ক্র্যামারিচ ও ইউসুফ এননেসিরির নামও শোনা যাচ্ছে গোল্ডেন বুটের দৌড়ে।
এসএম