স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখতে আর একটি বাধা। ফ্রান্সকে হারাতে পারলে স্বপ্ন পূরণ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। বিশ্বচ্যাম্পিয়ন হতে সম্পূর্ণ ফিটনেস ছাড়াই লুসাইল আইকনিক স্টেডিয়ামে নামতে হবে মেসির।
আজ (১৮ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফরাসি গণমাধ্যম ফুট মার্কেটো জানিয়েছে, ফাইনালের আগে ফিটনেসহীনতায় ভুগছেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের।
তবে ভক্তদের জন্য সুসংবাদ হলো, মেসির চোট গুরুতর কিছু নয়। ফাইনালের আগে আর্জেন্টিনার সবশেষ ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন তিনি। অর্থাৎ, ফাইনালে মেসিকে নিয়ে কোনো শঙ্কা নেই।
এদিকে চোট সারিয়ে উঠেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন জুভেন্টাস তারকা। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবেন ডিফেন্ডার মার্কাস আকুনা ও গঞ্জালো মন্তিয়েল।
এবি