ফ্রান্সেরও অনেকেই চায় মেসি বিশ্বকাপ জিতুক: ফরাসি কোচ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৩:৩৫ পিএম
ফ্রান্সেরও অনেকেই চায় মেসি বিশ্বকাপ জিতুক: ফরাসি কোচ

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর ফরাসিদের সামনে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি জয়ের সুযোগ। কিন্তু এখানেও বিকল্প ভাবছেন অনেক ফরাসি। তারা সবাই লিওনেল মেসির বাঁ পায়ের জাদুর ভক্ত। আর শুধু ফরাসিরাই না, বিশ্ব ফুটবল ভক্তদের সবাই প্রত্যাশা করছেন, শেষ হাসি হাসুক বিশ্বসেরা এই ফুটবলার। এ ক্ষেত্রে লড়াইটা হতে যাচ্ছে ফ্রান্সের সঙ্গে বিশ্বের সব প্রান্তের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের।

এ প্রসঙ্গে একমত হলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার দাবি, শুধু বাকি বিশ্ব কেন, সম্ভবত ফ্রান্সেরও অনেক মানুষ চাচ্ছে মেসি বিশ্বকাপ জিতুক।

দেশম বলেছেন, আর্জেন্টিনা ও বিশ্বের অনেক মানুষ, এমনকি ফ্রান্সেরও কিছু মানুষ চায় লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক, এটা আমি জানি। তবে আমরা সবকিছু করব, আমাদের লক্ষ্য পূরণের জন্য।

তিনি বলেন, আমার আসলে খুব কমই এমন অনুভূতি হয়। কম সমর্থক নিয়ে আমি চিন্তা করি না।

এদিকে ম্যাচে নিয়ে কোন চিন্তা করছেন না ফরাসি কোচ। তার মতে, মনোযোগ ধরে রাখাটাই জরুরি।

সাবেক এই ফরাসি ফুটবলারের বলেন, ম্যাচ নিয়ে নির্দিষ্ট কোনো দুশ্চিন্তা নেই। যখন ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন, তখন মনোযোগটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।

এবি