বাংলাদেশ-ভারত সিরিজ: হারের কারণ জানালেন সাকিব

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:০৪ পিএম
বাংলাদেশ-ভারত সিরিজ: হারের কারণ জানালেন সাকিব

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মাত্র ১৪৫ রানের টার্গেট দিলেও ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষ দিকে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ৭১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৩ উইকেটের জয় পায় ভারত। রবিচন্দ্রন অশ্বিনের গ্লাভসে লেগে বল শর্ট লেগে ক্যাচ উঠলেও সেটা লুফে নিতে ব্যর্থ হয় মুমিনুল হক। সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশ আর বাংলাদেশ সিরিজ হারলো ০-২ ব্যবধানে। মিরপুর শের-ই বাংলার মাঠে রোববার চতুর্থ দিনে শুরুর সকালটা দারুণ করলেও পরবর্তীতে ৩ উইকেটের ব্যবধানে ম্যাচ খুইয়েছে বাংলাদেশ দল। 

ম্যাচে সাকিব আল হাসানের দল একাধিক ক্যাচ মিসের সঙ্গে স্ট্যাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেছে। অল্প ব্যবধানে হারের পর তাই সামনে আসছে এ বিষয়গুলো। জবাবে টাইগার অধিনায়ক বলছেন, বিষয়টা হতাশাজনক।

রোববার শেষ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব। সেখানে ক্যাচ মিসের প্রসঙ্গ আসলে সাকিবের কন্ঠে ঝরেছে হতাশা। জানালেন ক্যাচ মিস একটু হতাশার। একইসঙ্গে অধিনায়ক এটাও মনে করিয়ে দিলেন অন্য দলগুলো তাদের মতো এতো ক্যাচ মিস করে না।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একটু তো হতাশাজনকই। কারণ এই মিসগুলো অনেক বড় পার্থক্য করে ফেলেছে। প্রথম ইনিংসে এগুলো না হলে ওদের রান হয়তো ৩১৪ না হয়ে ২৫০ হতে পারত। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল। কিন্তু এটাই ক্রিকেট। তবে একটু হতাশার, সাধারণত আমরা যেসব মিস করি অন্য দলগুলো এসব মিস করে না।’

টিএইচ