কিংসের কষ্টার্জিত জয়; আবাহনীর বড় জয়

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৭:১৭ পিএম
কিংসের কষ্টার্জিত জয়; আবাহনীর বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার (১৩ জানুয়ারি) তিনটি ম্যাচ ছিল। শিরোপা প্রতিদ্বন্দ্বী দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী নিজ নিজ ম্যাচে জিতেছে। কিংস অ্যারেনায় বসুন্ধরা ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং কুমিল্লায় ঢাকা আবাহনী ৫-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কিংস টেবিলের শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে ঢাকা আবাহনী ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

কিংস অ্যারেনায় বসুন্ধরা ২৮ মিনিটে লিড নেয়। আবাহনী থেকে কিংসে আসা ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়েল্টন বক্সের মধ্যে দুর্দান্ত গোল করেন। ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দুর্দান্ত ব্যাকভলি করে গোল করেন। ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমে অন্যতম সেরা গোল এটি।

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস দশ জনের দলে পরিণত হয়। সোহেল রানা ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময় দশ জন নিয়ে খেলেও কিংস পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনী ঢাকা আবাহনীর বিরুদ্ধে ভালোই লড়াই করছিল। ১১ মিনিটে ঢাকা আবাহনীর হয়ে এলিটা কিংসলে গোল করেন। 

৩২ মিনিটে চট্টগ্রাম আবাহনী সমতা আনে। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়। ৭১ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা ছিল। ৭২ মিনিটে মেহেদী হাসান রয়েল ঢাকা আবাহনীকে এগিয়ে নেন। ৭৯ মিনিটে কিংসলে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। ৮১ মিনিটে কোস্টারিকার দ্যানিয়েল কলিন্দ্রেস ও ৮৯ মিনিটে নবীব নেওয়াজ জীবন গোল করলে আবাহনী ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

দিনের আরেক ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে এফসি উত্তরাকে হারায়। ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন নাজিম।

টিএইচ