ক্ষমা চাইলেন লিভারপুল কোচ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১১:৩২ এএম
ক্ষমা চাইলেন লিভারপুল কোচ

মৌসুমের মাঝপথ কেটে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান সেভাবে গড়তে পারেনি লিভারপুল। শনিবার (১৪ জানুয়ারি) ব্রাইটনের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টেবিলের নয়ে নেমে গেছে তারা।

এমন বাজে পারফরম্যান্সের পর হাত জোড় করে সমর্থকদের দিকে চেয়ে ক্ষমা চান কোচ ইউর্গেন ক্লপ। সংবাদ সম্মেলনেও নিজেকে লুকাতে পারলেন না। তিনি বলেন, ‘বাজে, খুবই বাজে। আমি এর চেয়ে বাজে ম্যাচ মনে করতে পারছি না। সত্যিই পারছি না। ব্রাইটন খুবই ভালো খেলেছে। জয় তাদের প্রাপ্য। একটি খুবই সুশৃঙ্খল দলের বিপক্ষে খুবই বিশৃঙ্খল দলের লড়াই ছিল এটি। অবশ্যই আমরা খুবই চিন্তিত। এরকম একটা ম্যাচের পর কীভাবে চিন্তিত না হয়ে থাকতে পারি?’

নিজেদের মাঠে প্রথমার্ধে দাপট দেখিয়েও কোনো গোল করতে পারেনি ব্রাইটন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ৪৬ মিনিটে মাক আলিস্তারের ক্রস থেকে ডেডলক ভাঙেন সোলি মার্ক। সাত মিনিট পর লিভারপুলকে আবারও শাস্তি দেন এই ফরোয়ার্ড। কোণাকুণি শটে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন তিনি। ৮১ মিনিটে মার্কের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-০ করেন ড্যানি ওয়েলব্যাক।  

এবি