বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে চলতি আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইং রাউন্ড টপকিয়ে বাংলাদেশ বালক দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার চতুর্থ দিনের খেলায় বাংলাদেশ বালক দল ৩-০ ব্যবধানে ভূটানকে পরাজিত করে কাজাখস্তানে অনুষ্ঠেয় এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত করেছে।
আগামীকাল শনিবার রাউন্ড রবিন লিগের শেষ খেলায় বালক দল ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারত ও বাংলাদেশ বালক দল চারটি ম্যচ খেলে সবক`টিই জিতেছে।
দিনের অন্যান্য খেলায় বালক বিভাগে ভারত ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে, নেপাল ২-১ ব্যবধানে মালদ্বীপকে এবং বালিকা বিভাগে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে মালদ্বীপকে এবং ভারত ৩-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে।
ভুটানের বিপক্ষে বাংলাদেশ বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-১, ৬-০ গেমে ভূটানের জামইয়াং তাশিকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো. রাকিন রহমান ৬-১, ৬-১ গেমে রিসেল দর্জিকে পরাজিত করে।
ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালক দল ২-০ ব্যবধানে জয় লাভ করে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য-মোহাম্মদ জুটি ৪-৬, ৬-৩, ১০-৭ গেমে ভূটানের দর্জি ও তাশি জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ব্যধানে ভুটানের বিরুদ্ধে জয় লাভ করে।
বালিকা বিভাগের প্রথম এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ০-৬, ০-৬ গেমে ভারতের সৃস্টি কিরানের কাছে, হুমায়রা হায়দার জারা ০-৬, ০-৬ গেমে ভারতের কার্তিকার কাছে এবং দ্বৈতে বাংলাদেশের মাসতুরা-মালিহা জুটি ০-৬, ০-৬ গেমে ভারতের সৃস্টি-কার্তিকা জুটির কাছে পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ব্যবধানে ভারতের কাছে পরাজিত হয়।
আরএস