সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। যেখানে প্রতিপক্ষ তুলনামূলক সহজ নেদারল্যান্ডস। অবশ্য একেবারে সহজও বলা যায় না।
কারণ দুটো দলই চমক দেখাচ্ছে আসর জুড়ে। আফগানরা যেমন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে রুখে দিয়েছে, ডাচদেরও শিকার দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
লখনৌর ভারত রত্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। বেলা আড়াইটায় গড়াবে খেলা। হয়ে গেছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ডাচদের।
উভয় দলের একাদশেই আছে একটি করে পরিবর্তন।
আফগানিস্তান একাদশ :
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, নূর আহমেদ, রাশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলে হক ফারুকি ও মুজিব-উর রহমান।
নেদারল্যান্ডস একাদশ :
ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, ভেন ডার মিরি, বেন্ডন গ্লোভার, লুগান ভেন বিক।
এইচআর