মেসি-সুয়ারেজের গোল উৎসব, শীর্ষে মিয়ামি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০১:৫৫ পিএম
মেসি-সুয়ারেজের গোল উৎসব, শীর্ষে মিয়ামি

এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগের চেজ স্টেডিয়ামে নগর–প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে সকারের ক্লাব ইন্টার মিয়ামি। মেসি ও সুয়ারেজ জোড়া গোল করেছেন। সে ধারাবাহিকতায় এ জুটিটির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিয়ে জমে উঠেছে মিয়ামিতে।

যদিও এর আগের দুই ম্যাচে ফিটনেসের কারণে বেশ ভুগেছেন সুয়ারেজ। অরল্যান্ডোর বিপক্ষে শুরু থেকেই দেখা গেছে অন্যরকম সুয়ারেজকে। ম্যাচ শুরুর চার মিনিটে মিয়ামিকে লিড এনে দেন উরুগুয়ে তারকা। ম্যাচের ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। তার দুই গোলে সহায়তা ছিল জুলিয়ান গ্রেসেলের।

২৯ মিনিটে তৃতীয় গোলের সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তবে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সতীর্থ টেইলরকে দিয়ে গোল করান ৩৭ বর্ষী ফরোয়ার্ড। ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি।

বিরতির পর জালের দেখা পান বিশ্বজয়ী মেসি। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলটি পান আটবারের ব্যালন ডি’অরজয়ী। ৬২ মিনিটে সুয়ারেজের থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর শিষ্যবাহিনী।

ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে এখন মিয়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের ৭ পয়েন্টে এগিয়ে আছে ইন্টার মিয়ামি।

বিআরইউ