ক্যারিয়ারে মাত্র ৯ টেস্ট খেলে আইসিসির ব্যাটার র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় তরুণ ব্যাটার জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরই মধ্যে পঞ্চম টেস্ট খেলতে নেমে আরেকটি কীর্তি গড়লেন এই ব্যাটার। এক সিরিজে রানসংখ্যায় ছাড়িয়ে গেলেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিকে।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করেছিলেন বিরাট কোহলি। এবার তাকে ছাপিয়ে গেলেন তরুণ ব্যাটার জয়সওয়াল। চার টেস্টেই ৬৫৫ রান করে ফেলেছেন তিনি। আজ (৭মার্চ) ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই টপকে গেলেন কোহলিকে। এবার তার সামনে শুধু আরেক কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাস্কার।
ধর্মশালায় আজ (৭মার্চ ) থেকে শুরু হওয়া সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন জয়সওয়াল। এর মধ্য দিয়ে সিরিজে ৭১২ রান করে ফেলেছেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।