যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪মার্চ ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট। বিশ্বকাপের আগে দুটি সিরিজের ঘোষণা দিয়েছে তারা।
আগামী মাসে কানাডার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে যুক্তরাষ্ট্র। এরপর মে মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মাঠে।
যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে এ নিয়ে বলেন, গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে, দলের সংহতি বাড়ানো ও ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ। আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিরিজ ঐতিহাসিক উপলক্ষ আমাদের ক্রিকেটের জন্য। এই গুরুত্বপূর্ণ সুযোগ দুই দেশের ক্রিকেটের জন্যই খেলার প্রতি প্যাশন ও প্রতিভা দেখানোর সুযোগ।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২১ মে, প্রথম টি-টোয়েন্টি
২৩ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
২৫ মে, তৃতীয় টি-টোয়েন্টি