ফাইনালে যেতে ইংলিশদের লাগবে ১৭২ রান

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ১২:৪৮ এএম
ফাইনালে যেতে ইংলিশদের লাগবে ১৭২ রান

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত।

অধিনায়ক রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর মাঠে গড়ায়। ভারত ব্যাটিংয়ে নামার পরও পুনরায় হানা দেয় বৃষ্টি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যর্থ হন বিরাট কোহলি। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ৯ রান করে ট্রপলির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত কোহলি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা-রিশভ পান্তকে সঙ্গী করে ২১ রান যোগ করেন। দলীয় ৪০ রানের সময় ৪ রান করে বিদায় নেন পান্ত। তৃতীয় উইকেটে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে ৭৩ রানে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রোহিত। দলীয় ১১৩ রাতে আদিল রশিদের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত।

তার আগে অবশ্য ৩৯ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতের হিটম্যান। এটি ছিল রোহিতের ৩২তম হাফসেঞ্চুরি।

 ইএইচ