অনেকটা নাটকীয়ভাবে ভারতের কাছে হেরে গেল সাউথ আফ্রিকা।
নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে রোহিত শর্মার দল।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। আর ১৩ বছর পর জিতল আইসিসির বৈশ্বিক আসরের ট্রফি।
এর আগে ঘরের মাঠে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। কিছুটা হলেও সেই হারের কষ্ট লাঘব হয়েছে ভারতীয়দের।
শনিবার ব্রিজটাউনে ভারতের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপরে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়াচ্ছিল তারা। অবশেষে ভেঙে যায় এই জুটিও। যার ফলে ৭০ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরে চতুর্থ উইকেটে হেনরিক ক্লাসনকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক।
কুইন্টন ডি কক ফিরে যান ৩৯ রান করে। এই জুটি ভাঙার পর ১৬৯ রানে থামে প্রোটিয়া ইনিংস। যার ফলে ভারত তুলে নিয়েছে ৭ রানের জয়।
ফাইনারে প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্স। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলো বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৫ বলে ৪ রান করা রিজা হেনড্রিক্স। তার বিদায়ে ৭ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
ইএইচ